তুরস্কে ভূমিকম্পের ২৩ দিন পর জীবিত উদ্ধার হলো অ্যালেক্স (ভিডিও)

|

উদ্ধারের পর পানি খাওয়ানো হচ্ছে অ্যালেক্সকে।

অলৌকিক ঘটনা ঘটেছে ভূমিকম্প বিধ্বস্ত তুরস্কের আন্তাকিয়ায়। ভূমিকম্পের ২৩ দিন পর ধ্বংসাবশেষের নিচ থেকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে অ্যালেক্স নামের সাইবেরিয়ান হাস্কি প্রজাতির একটি পুরুষ কুকুরকে। ধসে পড়া একটি ভবন থেকে উদ্ধার করা হয় অ্যালেক্সকে। কুকুরটি এই মুহূর্তে তুরস্কের প্রাণী অধিকার ফেডারেশনের তত্ত্বাবধানে রয়েছে বলে জানা গেছে। খবর আনাদোলুর।

জানা গেছে, ধসে পড়া একটি ভবনের নিচ থেকে ভেসে আসছিলো কুকুরটির চিৎকারের আওয়াজ। সে আওয়াজ কানে যায় স্থানীয় এক ব্যক্তির, পরে শুরু হয় উদ্ধার তৎপরতা। দীর্ঘ প্রচেষ্টার পর জীবিত উদ্ধার করা হয় অ্যালেক্স নামের ওই কুকুরটিকে।

তিন সপ্তাহেরও বেশি সময় আটকে থাকায় অনেকখানি ওজন হারিয়েছে অ্যালেক্স। তবে, তুরস্কের রাষ্ট্রীয় গণমাধ্যমের দাবি বর্তমানে তার অবস্থা শঙ্কামুক্ত।

প্রসঙ্গত, গত ৬ ফেব্রুয়ারির প্রলয়ঙ্কারী ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্ক-সিরিয়ার দুর্গত এলাকাগুলোতে এখনও চলছে উদ্ধার তৎপরতা। দুর্যোগের দীর্ঘদিন পেরিয়ে যাওয়ায় ধ্বংসস্তূপের ভেতর এখন আর প্রাণের সন্ধান পাওয়ার সম্ভাবনা নেই। তাই চলছে মরদেহের খোঁজ।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply