২০১৫ সালে ‘বাহুবলী’ দিয়ে দক্ষিণী সিনেমার প্যান ইন্ডিয়া বক্স অফিস জয়ের যে যাত্রা শুরু হয়েছিল, তা নতুন মাত্রা লাভ করে মহামারি পরবর্তী সময়ে। তবে এর পাশাপাশি দক্ষিণী ইন্ডাস্ট্রির ব্যর্থতার গল্পও কম নয়। গত বছর মুক্তিপ্রাপ্ত বেশ কয়েকটি দক্ষিণী সিনেমা ডিজাস্টার হিসেবে আবির্ভুত হয়। বড় তারকাদের নিয়ে নির্মিত সেই সিনেমাগুলো নিয়ে প্রত্যাশা ছিল আকাশচুম্বী।
‘বাহুবলী’ মুক্তির পর থেকে প্রভাসকে ভারতের সবচেয়ে বড় প্যান ইন্ডিয়ান তারকা বলা হয়। গত বছর মুক্তি পায় রাধা কৃষ্ণান পরিচালিত ‘রাধেশ্যাম’। যেখানে প্রভাসের বিপরীতে অভিনয় করেছেন পূজা হেগড়ে। ব্যাপক প্রত্যাশা থাকা সত্ত্বেও সিনেমাটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। ভারতীয় সিনেমার ইতিহাসের অন্যতম বিগ বাজেটের সিনেমাটি ইতিহাসের সবচেয়ে বড় ডিজাস্টার হিসেবে আবির্ভুত হয়।
করাটোলা শিবা পরিচালিত বিগ বাজেটের তেলেগু সিনেমা ‘আচার্য’ও ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসের অন্যতম বড় ডিজাস্টার হিসেবে আবির্ভুত হয়েছে। চিরঞ্জীবীর মতো তারকাকে নিয়ে নির্মিত এ সিনেমাটিও প্রেক্ষাগৃহে দর্শক টানতে পুরোপুরি ব্যর্থ হয়। জানা গেছে, সিনেমাটির ব্যর্থতার কারণে প্রদর্শকদের টাকা ফেরতও দিয়েছেন চিরঞ্জীবী।
২০২২ সালের তেলুগু সিনেমা ‘দ্য ঘোস্ট’ এ নাম ভূমিকায় ছিলেন তামিলের অন্যতম বড় তারকা নাগার্জুনা। মুক্তির আগে ব্যাপক আলোচনার জন্ম দেয়া এ সিনেমাও বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। সমালোচকদের মতে অ্যাকশন গল্পের এ সিনেমায় অভাব রয়েছে সংবেদনশীল সংযোগের। এছাড়া আরেক তামিল সুপারস্টার চিয়ান বিক্রমের সিনেমা ‘কোবরা’ও জটিল প্লট, পিছিয়ে থাকা চিত্রনাট্য ও অপ্রয়োজনীয় দৃশ্যের কারণে দর্শক টানতে ব্যর্থ হয়। অন্যদিকে, মালয়ালাম সিনেমার মেগাস্টার মোহনলালের ‘আরাত্তু’ এবং ‘মনস্টার’ ব্যাক টু ব্যাক ফ্লপ হয়।
তামিল সিনেমার সাম্প্রতিক সময়ের সবচেয়ে জনপ্রিয় তারকা থালাপতি বিজয়। ২০২৩ সালে দুর্দান্ত ব্যবসা করছে তার নতুন সিনেমা। কিন্তু ২০২২ সালে ‘বিস্ট’ সিনেমাটি বক্স অফিসে পুরোপুরি ব্যর্থ হয়। গতানুগতিক অ্যাকশন গল্প ছিল এটির। আরেক জনপ্রিয় তারকা সুরিয়ার ‘ইথারাক্কুম থুনিন্দহাবন’ সিনেমাটিও মুখ থুবড়ে পরে। বাণিজ্যিক উপাদানের সিনেমা হওয়া স্বত্বেও সিনেমাটি দর্শকের মন জয় করতে পারেনি।
২০২২ সালের অন্যতম আলোচিত প্যান ইন্ডিয়া সিনেমা ‘লাইগার’। নাম ভূমিকায় তেলেগু তারকা বিজয় দেবেরাকোন্ডা। পুরী জগন্নাথ পরিচালিত সিনেমাটির প্রযোজক হিসেবে ছিলেন বলিউডের প্রভাবশালী নির্মাতা করণ জোহর। বিশাল বাজেটে নির্মিত সিনেমাটি বক্স অফিসে মুখ থুবড়ে পরেছিল। সিনেমাটি ইতিহাসের অন্যতম বড় প্যান ইন্ডিয়া ডিজাস্টার হিসেবে আবির্ভুত হয়েছে।
দক্ষিণের সিনেমা মানেই বক্স অফিসে ঝড়, ধারণাটি যে সত্য নয় এ সিনেমাগুলোই তারই প্রমাণ। বড় তারকাদের নিয়ে বড় বাজেটের সিনেমাগুলো বক্স অফিসে খুব বাজেভাবে ব্যর্থ হয়েছিল। এর বাইরেও বেশ কিছু সিনেমা রয়েছে যেগুলো প্রেক্ষাগৃহে আশানুরূপ দর্শক টানতে পারেনি। নতুন বছরে এই তারকাদের ভাগ্যের খাতা কবে খুলবে, তা বলে দেবে সময়।
/এসএইচ
Leave a reply