কুষ্টিয়ায় শুরু হচ্ছে তিন দিনব্যাপী লালন স্মরণোৎসব

|

কুষ্টিয়া প্রতিনিধি:

‘‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’’ এই পদাবলী নিয়ে ফকির লালন শাহের দোল উৎসব উপলক্ষে কুষ্টিয়া কুমারখালী উপজেলার ছেঁউড়িয়ায় সাঁইজির আখড়া বাড়িতে আগামী চার, পাঁচ ও ছয় মার্চ তিন দিনব্যাপী শুরু হতে যাচ্ছে লালন স্মরণোৎসব-২০২৩।

প্রতিবারের মতো এবারও অনুষ্ঠিত হবে লালন মেলা এবং লালন সংগীতানুষ্ঠান। স্মরণোৎসব উপলক্ষে শুক্রবার (৩ মার্চ) জেলা প্রশাসক ও লালন অ্যাকাডেমির সভাপতি মোহাম্মদ সাইদুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। এসময় জেলা পুলিশ সুপার খাইরুল আলম এবং লালন অ্যাকাডেমির সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, প্রতিবছর দোলপূর্ণিমা অনুযায়ী লালন স্মরণোৎসব হওয়ার কথা থাকলেও আগামী ৬ই মার্চ রাতে পবিত্র শবেবরাত হওয়ায় এ বছর চার, পাঁচ ও ছয় মার্চ লালন স্মরণোৎসব অনুষ্ঠিত হচ্ছে।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply