লক্ষ্মীপুরে নারায়নপুর উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের নবীন বরণ ও ভবন উদ্বোধন

|

লক্ষ্মীপুর প্রতিনিধি:

লক্ষ্মীপুরের রামগঞ্জে নারায়নপুর উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের ২০২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ, প্রাক্তন শিক্ষার্থীদের মিলন মেলা অনুষ্ঠান ও কলেজের নতুন পাঁচতলা ভবনের উদ্বোধন হয়েছে।

শনিবার (৪ মার্চ) বিকেলে স্কুল প্রাঙ্গণে নারায়নপুর উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ ২০২৩ শিক্ষাবর্ষের নবীন বরণ শিক্ষার্থীদের প্রাক্তন শিক্ষার্থীদের মিলন মেলা কলেজের নতুন ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান শিক্ষক আবু বকর সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য ড. আনোয়ার হোসেন খান।

স্কুলের সহকারী শিক্ষক আবদুর বাতেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাবীবা মীরা, সাবেক এমপি এমএ গোফরান, স্কুলের প্রাক্তন ছাত্র জিয়াউর রহমান পাটওয়ারীসহ নবীন ও প্রবীণ শিক্ষার্থীবৃন্দ।

প্রধান অতিথি ড. আনোয়ার হোসেন খান বলেন, সৎ, চরিত্রবান, আদর্শ, দেশপ্রেমিক নাগরিক গড়ার জন্য শিক্ষকদের দায়িত্ব পালন করতে হবে। সরকারের প্রধানমন্ত্রী কেবল শিক্ষা বিস্তারে ভবন নির্মাণ করছেন না, তিনি শিক্ষার আলোতে আলোকিত মানুষ গড়ার দায়িত্ব পালন করছেন। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে ডিজিটাল পদ্ধতির আওতায় আনয়ন, ডিজিটাল পদ্ধতিতে পাঠদান করা, দশম শ্রেণি পর্যন্ত বিনামূল্যে পাঠ্যবই বিতরণ, শিক্ষা সহায়ক উপবৃত্তি প্রদানসহ শিক্ষা বান্ধব কাজ করছে বর্তমান সরকার। পদ্মা সেতু নির্মাণ, ফ্লাইওভার নির্মাণ, নদীর তলদেশে টানেল নির্মাণসহ যোগাযোগ ও অবকাঠামোগত উন্নয়নের মহোৎসব চলছে।

বিশেষ অতিথি হিসেবে, স্কুলের প্রাক্তন ছাত্র জিয়াউর রহমান পাটওয়ারী বলেন, প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নীতি নৈতিকতা ও মূল্যবোধ সম্পন্ন সুনাগরিক হিসেবে গড়ে উঠলে দেশ জাতির উন্নয়ন ও সমৃদ্ধি হবে। ঘরে ঘরে আলোকিত নাগরিক গড়ার কার্যক্রমকে সহযোগিতার আহ্বান জানান তিনি।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply