জাতীয় পাট দিবস আজ, পুরস্কার দেয়া হবে ১১ ব্যক্তি-প্রতিষ্ঠানকে

|

আজ সোমবার (৬ মার্চ) জাতীয় পাট দিবস। সারাদেশে নানাভাবে দিনটিকে উদযাপন করা হবে। জাতীয় পাট দিবসে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের পক্ষ থেকে হাতে নেয়া হয়েছে একাধিক কর্মসূচি।

এবার পাট দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘পাট শিল্পের অবদান-স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ’। চলতি বছরের পাট দিবসে ১১ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কার দেয়া হবে। পাশাপাশি পাট সংশ্লিষ্ট অংশীজনদের ৭টি শুভেচ্ছা স্মারক প্রদান করা হবে। ১১টি ক্যাটাগরিতে দেয়া হবে এই পুরস্কার।

বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাটজাত পণ্যকে বর্ষপণ্য-২০২৩ এবং সোনালী আঁশ পাটকে কৃষিপণ্য হিসেবে ঘোষণা করেছেন। ইতোমধ্যে কৃষি মন্ত্রণালয় কর্তৃক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

খবর বাসসের।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply