আজ দেশজুড়ে পালিত হচ্ছে ঐতিহাসিক ৭ মার্চ

|

আজ ঐতিহাসিক ৭ মার্চ। এ দিনেই স্বাধীনতার ডাক দেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এরপরই বাংলার দামাল ছেলে-মেয়েরা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে বুক চিতিয়ে, ছিনিয়ে আনে মুক্তি। তাই মুক্তিযুদ্ধের দিনটি আজ সারাদেশেই যথাযথ শ্রদ্ধার সাথে পালিত হচ্ছে। মুক্তিযোদ্ধা ও বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন সকল শ্রেণি-পেশার মানুষ।

মঙ্গলবার (৭ মার্চ) সকাল থেকেই দিনটি পালিত হচ্ছে সিলেটে। সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে প্রথমে বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মুক্তিযোদ্ধারা। পরে প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ফুলেল শ্রদ্ধা জানান।

খুলনায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা। গভীর শ্রদ্ধায় স্মরণ করেন জাতির জনককে। এছাড়া দিনটি উপলক্ষে আলোচনা সভা, আলোকচিত্র প্রদর্শনসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।

নাটোরেও যথাযথ মর্যাদার সাথে পালিত হচ্ছে ঐতিহাসিক ৭ই মার্চ। সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রশাসনের কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের বাসভবনে আয়োজন করা হয় নানা কর্মসূচির। এসময় তিনি বলেন, বঙ্গবন্ধুর ডাকে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে বাঙালি জাতি। বর্তমানে বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে দুর্বার গতিতে এগিয়ে চলছে বাংলাদেশ

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে বগুড়ায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সংসদ সদস্য, জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ সর্বস্তরের মানুষ। এছাড়া সাতক্ষীরা, রাজবাড়ী, কুমিল্লা, পাবনা, ঝিনাইদহসহ সারাদেশেই বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা, আলোচনা সভা, আলোকচিত্র প্রদর্শনসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে ঐতিহাসিক ৭ মার্চ।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply