রাজশাহী ব্যুরো:
জাতীয় যুব গেমস খেলে ফেরার সময় রাজশাহীতে রেলওয়ে স্টেশনে এক পুলিশ কনস্টেবল ও তার স্ত্রীকে মারধরের মামলায় কারাগারে থাকা কোচসহ ৬ জন অ্যাথেলেটকে জামিন দিয়েছেন আদালত। মঙ্গলবার (৭ মার্চ) চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক লিটন হোসেন এ রায় দেন।
রাষ্ট্রপক্ষ এবং আসামিপক্ষের দীর্ঘ যুক্তিতর্ক শেষে সার্বিক বিষয় বিবেচনা করে ৭ জনকে জামিন দেন আদালত। একইসাথে পুলিশের চূড়ান্ত প্রতিবেদন আদালতে জমা না দেয়া পর্যন্ত এ জামিন বহাল থাকবে বলেও জানানো হয়।
এরআগে সোমবার (৬ মার্চ) একই মামলায় বয়স বিবেচনায় ৫ খেলোয়াড়কে জামিন দেয় নারী ও শিশু নির্যাতন আদালত।
প্রসঙ্গত, গত ৫ মার্চ রাজশাহী রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে প্লাটফর্মে নামার সময় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুব খেলোয়াড়দের মারধরে আহত হন এক পুলিশ কনস্টেবল ও তার স্ত্রী। তাদের দাবি, ঢাকা থেকে যুব গেমস খেলে ফেরা রাজশাহীর কুস্তি দল তাদের মারধর করেছে। এ ঘটনায় ওই পুলিশ সদস্যের স্ত্রী বাদী হয়ে রেলওয়ে থানায় ১৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ঘটনার রাতেই কোচসহ ১২ জনকে আটক করে পুলিশ।
এএআর/
Leave a reply