করোনাভাইরাসের টিকা না নেয়ায় এবার ইন্ডিয়ান ওয়েলস মাস্টার্স থেকে নাম প্রত্যাহার করতে হয়েছে বিশ্বের এক নম্বর টেনিস তারকা নোভাক জোকোভিচকে। বলা যায়, নাম প্রত্যাহার করতে বাধ্য হয়েছেন বিশ্বের এক নম্বর টেনিস খেলোয়াড়।
চলতি মাসে মিয়ামি ওপেন এবং ইন্ডিয়ান ওপেন টুর্নামেন্ট রয়েছে আমেরিকায়। কিন্তু করোনার টিকা না নেয়ায় সেখানে খেলা হচ্ছে না জোকোভিচের। উত্তর আমেরিকায় প্রবেশ করতে একটি বিশেষ অনুমতির জন্য আবেদন করেছিলেন তিনি; যাতে ইন্ডিয়ান ওয়েলস এবং মিয়ামি ওপেনে অংশগ্রহণ করতে পারেন। কিন্তু তাকে অনুমতি দেয়া হয়নি। কারণ, আমেরিকায় বিদেশিদের ঢুকতে হলে করোনা টিকা বাধ্যতামূলক।
কোভিড টিকা না নেয়ার জন্য ২০২২ সালে অস্ট্রেলিয়ান ওপেন খেলতে পারেননি জোকোভিচ। অস্ট্রেলিয়ায় গিয়েও তাকে প্রতিযোগিতা না খেলে ফিরতে হয়েছিল। জো বাইডেন প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী, কোভিড টিকা না নেয়া থাকলে আমেরিকায় প্রবেশ করা যাবে না। আগামী ১১ মে পর্যন্ত আমেরিকায় চলবে কোভিড জরুরি অবস্থা। সেই দিন পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি থাকবে। বাইডেন প্রশাসন জরুরি অবস্থার মেয়াদ বৃদ্ধি করলে বাড়তে পারে এই নিষেধাজ্ঞার সময়ও।
/আরআইএম
Leave a reply