শব্দের চেয়েও ৮ গুণ গতিসম্পন্ন ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো ইরান

|

ছবি : সংগৃহীত

শব্দের চেয়ে ৮ গুণ গতিসম্পন্ন ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে ইরান। চূড়ান্ত পর্যায়ে যার পাল্লা দাঁড়িয়েছে দেড় হাজার কিলোমিটার। ইতোমধ্যে ক্ষেপণাস্ত্রটির গণ উৎপাদনও শুরু হয়েছে বলে দাবি করেছেন ইরানের সামরিক বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি। খবর প্রেস টিভির।

সোমবার (৬ মার্চ) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি। বলেন, সমুদ্রে চলমান লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এ ব্যালিস্টিক মিসাইল।

খবরে বলা হয়েছে, এরইমধ্যে ইরানের সামরিক বাহিনী সফলতার সঙ্গে এ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা সম্পন্ন করেছে। এ ক্ষেপণাস্ত্র উৎপাদনের মধ্য দিয়ে বিশ্বের ৩টি দেশের মধ্যে অন্যতম শক্তিতে পরিণত হতে যাচ্ছে ইরান। এ ক্ষেপণাস্ত্র অত্যন্ত নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম বলেও জানান তিনি।

এএআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply