চ্যাম্পিয়নস লিগে আজ রাতে বায়ার্ন মিউনিখের সামনে অগ্নিপরীক্ষা দিতে যাচ্ছে মেসি-এমবাপ্পেদের পিএসজি। শেষ আটের স্বপ্ন বাঁচিয়ে রাখতে ২ গোলের ব্যবধানে জিততেই হবে মেসিদের।
ঘরের মাঠ আলিয়াঞ্জ অ্যারেনায় পিএসজিকে আতিথ্য জানাবে বায়ার্ন মিউনিখ। বাংলাদেশ সময় বুধবার (৮ মার্চ) দিবাগত রাত ২টায় মাঠে গড়াবে ফিরতি লেগের ম্যাচটি। প্রথম লেগে ঘরের মাঠে বায়ার্ন মিউনিখের কাছে ১-০ গোলে হেরেছিল পিএসজি। কিংসলে কোম্যানের সেই গোল শোধও দিয়েছিলেন কিলিয়ান এমবাপ্পে। তবে ভিএআরে বাতিল হয় সেই গোল। সেদিন ইনজুরি নিয়ে মাঠে নামলেও আজকের ম্যাচে পুরোপুরি ফিট এমবাপ্পে। নারী কেলেঙ্কারিতে জড়িত আশরাফ হাকিমিও আছেন ঘোষিত স্কোয়াডে।
বায়ার্নের মাঠে ম্যাচ। বিপক্ষের ডেরায় মেসিদের চ্যালেঞ্জটা বেশ কঠিন। হাই প্রোফাইল দল গড়েও চ্যাম্পিয়নস লিগ জেতা হয়নি পিএসজির। গত বছর প্যারিসে পা রেখেই মেসি বলেছিলেন, পিএসজিকে চ্যাম্পিয়নস লিগ জয়ের স্বাদ দিতে চান। গত বছর স্বপ্ন থেমে গিয়েছিল। এবারও খাদের কিনারায় দাঁড়িয়ে। তবে কঠিন মুহূর্তে ঘুরে দাঁড়ানোর অনেক স্বপ্নই মেসি দেখিয়েছেন। সঙ্গী এবার এমবাপ্পে। তাই পিএসজি সমর্থকরা আশ্বস্ত হতেই পারেন।
প্রথম লেগে পরাজয়ের পর থেকে দারুণ ফর্মে মেসি-এমবাপ্পেরা। সবশেষ ম্যাচে নঁতেকে হারিয়েছে ৪-২ গোলে। এই মৌসুমে এখন পর্যন্ত মেসির গোলসংখ্যা ১৮। তবে প্যারিস ছাড়ার সময়ই দুঃসংবাদ পৌঁছায় পিএসজি শিবিরে। চোটের কারণে ৪ মাস মাঠের বাইরে চলে গেছেন নেইমার। বায়ার্ন ম্যাচে নেইমারের না থাকার খবর আগেই পেয়ে যান এমবাপ্পেরা। তবে, দীর্ঘ সময় ব্রাজিলিয়ান সুপারস্টারের অনুপস্থিতির খবর মানসিকভাবে অনেকটাই ধাক্কা দিয়েছে ভেরাত্তিদের।
এদিকে, বায়ার্ন মনে করাচ্ছে ২০২০ সালের ফাইনালের স্মৃতি। সেবার এই পিএসজিকে হারিয়ে শিরোপা জিতেছিল বাভারিয়ানরা। বায়ার্নে মুসিয়ালা, লেরয় সানে, ডেভিস, চুপো-মোটিংয়ের মতো ফুটবলাররা আছেন। ঘরের মাঠে খেলার সুবিধাকে কাজে লাগাতে চান নাগেলসম্যানের শিষ্যরা। প্রথম পর্বে লাল কার্ড দেখায় ফিরতি পর্বের ম্যাচে নেই বেঞ্জামিন পাভার্ড। উপামেকানো, ডি লিটরা তৈরি এমবাপ্পে, মেসিদের আক্রমণ সামলাতে।
বায়ার্ন ম্যাচের আগে পিএসজি ওয়েবসাইটে মেসি বলেন, বায়ার্নের বিপক্ষে সবটুকু উজাড় করে দিয়ে ঘুরে দাঁড়াতে হবে। এটাই সবার লক্ষ্য। এমন মানসিকতা নিয়েই মাঠে নামতে হবে। আমরা মিউনিখে গিয়ে খুব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ খেলবো। তবে আমার মনে হয় নিজেদের কাজগুলো ঠিকঠাক মতো করলে জেতা সম্ভব।
/আরআইএম
Leave a reply