‘ফেসিয়াল প্যারালাইসিস’ এ আক্রান্ত সঙ্গীত শিল্পী তাসরিফ খান

|

ছবি: সংগৃহীত

শারীরিকভাবে অসুস্থ সঙ্গীত শিল্পী তাসরিফ খান। তিনি ‘ফেসিয়াল প্যারালাইসিস’ রোগে আক্রান্ত হয়েছেন।

দুই দিন আগে রাতে কুলি করতে গিয়ে গায়ক তাসরিফ খান বুঝতে পারেন তিনি ঠিকমতো কুলি করতে পারছেন না। তার মুখের বাম পাশ কিছুটা বাঁকা, সোজা হচ্ছিল না। এরপর মঙ্গলবার (৭ মার্চ) জানতে পারলেন তিনি ‘ফেসিয়াল প্যারালাইসিস’ এ আক্রান্ত।

গণমাধ্যমকে তাসরিফ বলেন, ডাক্তার এখনও নিশ্চিতভাবে কিছু বলতে পারছেন না। অন্তত এক মাস চিকিৎসার পর বলা যাবে। তবে ধারণা করা হচ্ছে কোনো একটা ভাইরাস থেকে এই রোগটা দেখা দিয়েছে। আপাতত মাস দুয়েক তাকে সম্পূর্ণ বিশ্রামে থাকতে বলা হয়েছে।

গান-বাজনার বাইরে সামাজিক কাজ করেন তাসরিফ। গত বছর তহবিল সংগ্রহ করে সিলেটের বন্যার্তদের মাঝে বিতরণ করেন। এবারের বইমেলায় ‘বাইশের বন্যা’ নামে একটি বইও লিখেছেন তরুণ এই সঙ্গীত শিল্পী।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply