নারীকে অর্থনৈতিক মুক্তির পথ তৈরি করে দিতে স্পিকারের আহ্বান

|

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। ফাইল ছবি।

অর্থনৈতিক মুক্তি নারীদের সমৃদ্ধ করে, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে সহায়তা করে। তাই নারীকে তার অর্থনৈতিক মুক্তির পথ তৈরি করে দেয়ার আহ্বান জানিয়েছেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

বুধবার (৮ মার্চ) বিকেলে প্রেসক্লাবে ডিক্যাবের ‘ডিজিটাল ইনোভেশন অ্যান্ড টেকনোলজি ফর জেন্ডার ইকুয়ালিটি’ শীর্ষক মত বিনিময় সভায় এ আহ্বান জানান তিনি। বলেন, নারীদের আইসিটি খাতে এগিয়ে যেতে দক্ষ হতে হবে। বাংলাদেশের সংবিধানে নারী পুরুষের সমান অধিকারের কথা বলা হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত মেরি মাসদুপুই, কানাডার হাইকমিশনার লিলি নিকোলাস, সুইডেনের রাষ্ট্রদূত আলেকজান্দ্রা। সকলের বক্তব্যেই উঠে আসে লিঙ্গ সমতার কথা। আর সাংবাদিকতার সাথে জড়িত নারীরা তুলে ধরেন কর্মক্ষেত্রে তাদের বিভিন্ন বাধার কথা। সকলের সম্মিলিত প্রচেষ্টা এবং দুরদর্শী মনোভাবের মাধ্যমেই নারী ও পুরুষ একে অপরের সম্পুরক হয়ে উঠবে বলে আশা প্রকাশ করেন বক্তারা।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply