নারীর জন্য প্রতিটি দিনই দিবস: দীপু মনি

|

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। ফাইল ছবি।

নারীর জন্য প্রতিটি দিনই দিবস। কারণ, নারী ছাড়া কোনো একটি দিন সমাজের চলা কঠিন বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বললেন, তবুও নারীর প্রতি সকল বৈষম্য দূর করে এগিয়ে যাওয়ার জন্য দিবস পালন খুবই তাৎপর্যপূর্ণ।

বুধবার (৮ মার্চ) সন্ধ্যায় ধানমন্ডিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আয়োজনে নারী দিবসের অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। আরও বলেন, এখন নারীদের এগিয়ে যাওয়ার সময়। সকল বাধা পেরিয়ে নারীকে এগিয়ে যেতে হবে। ডিজিটাল যুগে কোনোভাবেই নারীদের পিছিয়ে পড়লে হবে না।

ডিজিটাল মাধ্যমও নারীর জন্য পুরোপুরি নিরাপদ নয় উল্লেখ করে দীপু মনি বলেন, তবুও পিছিয়ে থাকা যাবে না। নারীর এগিয়ে যাওয়ার পথ কুসুমাস্তীর্ণ নয়, এটা মেনে নিয়েই দক্ষ হয়ে এগিয়ে যেতে হবে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply