‘ব্রয়লার মুরগির কেজি ২৫০ টাকা অযৌক্তিক’

|

ব্রয়লার মুরগির কেজি ২৫০ টাকা অযৌক্তিক। উৎপাদন ব্যয়ের চেয়ে প্রায় দ্বিগুন দামে বিক্রি হচ্ছে মুরগি। কারসাজির মাধ্যমে অতিমুনাফা লুটে নেয়া হচ্ছে। এতে ঠকছেন ভোক্তারা। ব্রয়লার মুরগির দাম বৃদ্ধির কারণ নিয়ে আলোচনায় এমন মন্তব্য উঠে এসেছে।

বৃহস্পতিবার (৯ মার্চ) মুরগি ব্যবসায়ী ও উৎপাদক প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠকে সভার আয়োজন করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। এতে বলা হয়, এক কেজি ব্রয়লার মুরগির উৎপাদন ব্যয় ১৫৯ টাকা। তাই বিক্রি মূল্য ১৬০ থেকে ১৬৫ টাকার বেশি হবার নয়। কিন্তু ২৫০ টাকার বেশি দরে বিক্রি হচ্ছে। কেজি ২৫০ টাকা দামে কেন বিক্রি হচ্ছে তা খুঁজে বের করতে হবে।

পাইকারি ও খুচরা পর্যায়ে ব্রয়লার ও সোনালী জাতের মুরগি বিক্রির ক্ষেত্রে মূল্য তালিকা টানাতে হবে বলে জানায় ভোক্তা অধিদফতর। এর ব্যত্যয় হলে দোকান বন্ধের পাশাপাশি সমিতির লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি দেন সংস্থাটির মহাপরিচালক এইচ এম সফিকুজ্জামান।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply