আফগানিস্তানের বালখ প্রদেশে আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটেছে। এ হামলায় বালখের প্রাদেশিক গভর্নর মোহাম্মাদ দাউদ মুজাম্মিলসহ তিনজনের মৃত্যু হয়েছে। খবর আল জাজিরার।
তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠীই এই হামলার দায় স্বীকার করেনি। তবে দেশটিকে সক্রিয় আইএস এর শাখা সংগঠন আইএসআইএল এ হামলার সাথে জড়িত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
আফগান পুলিশের মুখপাত্র আসিফ ওয়াশিরি জানান, এটি একটি আত্মঘাতী হামলা। প্রাদেশিক রাজধানী মাজার-ই-শরীফে গভর্নরের কার্যালয়েই ঘটে এ হামলা। তবে হামলাকারী কীভাবে গভর্নরের কার্যালয়ে পৌঁছালো সে সম্পর্কে কোনো তথ্য আমাদের হাতে নেই।
মূলত, ওই এলাকায় আইএসআইএল এর বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলেছিলেন মোহাম্মাদ দাউদ মুজাম্মিল। এ জন্য বেশ জনপ্রিয়তাও পান তিনি। আর এ কারণেই আইএসআইএল এর টার্গেটে পরিণত হন এই শীর্ষ তালেবান নেতা। ২০২১ সালে তালেবান ক্ষমতাগ্রহণের পর থেকে তালেবানের একাধিক শীর্ষ নেতা ও কর্মকর্তাকে হত্যা করেছে আইএস। সেই তালিকায় এবার নাম উঠলো মোহাম্মাদ দাউদ মুজাম্মিলেরও।
এসজেড/
Leave a reply