সৌদিতে রমজান শুরুর সম্ভাব্য তারিখ জানালো জ্যোতির্বিজ্ঞানীরা

|

ছবি: সংগৃহীত

আরব অঞ্চলের কিছু দেশে আগামী ২৩ মার্চ থেকে পবিত্র রমজান মাস শুরু হবে বলে সম্ভাবনা প্রকাশ করেছে জ্যোতির্বিজ্ঞানীরা। সেক্ষেত্রে বাংলাদেশে রোজা শুরু হতে পারে পরদিন অর্থাৎ ২৪ মার্চ থেকে। খবর অ্যারাবিয়ান বিজনেস ডটকম‘র।

আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্র (আইএসি) জানিয়েছে, আগামী ২২ মার্চ রমজানের নতুন চাঁদ দেখা যাবে। সে হিসেবে, ২৩ মার্চ থেকে কিছু আরব দেশে পবিত্র রমজান মাসের গণনা শুরু হবে।

অ্যামিরেটস অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান বলেছেন, রমজান শুরু হবে ২৩ মার্চ এবং রমজান মাস হবে ২৯ দিন। সে হিসেবে ২১ এপ্রিল উদযাপিত হবে ঈদুল ফিতর।

বাংলাদেশ, ভারত ও পাকিস্তানে পবিত্র মাসটি শুরু হবে ২৪ মার্চ থেকে, যদি একই দিন এসব দেশে রমজানের চাঁদ দেখা না যায়।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply