সৌদি আরবের ক্যাম্পে বাংলাদেশ জাতীয় ফুটবল দল প্রস্তুতি নিচ্ছে আঁটঘাট বেঁধে। জামাল-সোহেলরা দুটি প্রস্তুতি ম্যাচের প্রতিপক্ষও পেয়ে গেছে। সৌদি আরবের প্রথম বিভাগের দল ওহুদ একাদশ ও আফ্রিকার দল মালাউই’র বিপক্ষে ম্যাচ দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।
সিলেটে তিন জাতি টুর্নামেন্ট সামনে রেখে সৌদি আরবের মদিনায় এখন ক্যাম্প করছে বাংলাদেশ ফুটবল দল। সৌদি আরব যাওয়ার অন্যতম উদ্দেশ্য দুটি অনুশীলন ম্যাচ খেলাও। দুটি প্রস্তুতি ম্যাচের প্রতিপক্ষ পেয়ে গেছে বাংলাদেশ। ১১ মার্চ ওহুদ ও ১৫ মার্চ মালাউইর বিপক্ষে খেলবে বাংলাদেশ। ওহুদ মদিনার শীর্ষ পর্যায়ের দল।
ফিফা র্যাঙ্কিংয়ে মালাউইর অবস্থান ১২৪ নম্বরে। বাংলাদেশের অবস্থান যেখানে ১৯২, সেখানে ১২৪তম দেশের সঙ্গে অনুশীলন ম্যাচ খেলতে পারা একটা সুযোগই বটে। বাংলাদেশের মতো মালাউই জাতীয় ফুটবল দলও এখন মদিনায় ক্যাম্প করছে। যে কারণে তাদের পাওয়া যাচ্ছে ম্যাচ খেলার জন্য।
আগামী ২২ মার্চ সিলেটে শুরু হবে তিন জাতি ফুটবল টুর্নামেন্ট। স্বাগতিক বাংলাদেশ খেলবে ব্রুনাই দারুস সালাম ও সিশেলসের বিপক্ষে। এই প্রতিযোগিতা সামনে রেখে সৌদি আরবে ক্যাম্প করছেন হাভিয়ের কাবরেরার দল।
২০২০ সালে বঙ্গবন্ধু গোল্ডকাপ খেলতে বাংলাদেশে এসেছিল সিশেলস। সেবার ফিলিস্তিনের কাছে হেরে গ্রুপ পর্ব থেকে বিদায় নেয় তারা। বর্তমানে ফিফা র্যাঙ্কিংয়ে ১৯৯তম দলটির বিপক্ষে প্রথম ও সবশেষ ২০২১ সালে শ্রীলঙ্কায় মাহিন্দা রাজাপাকসে টুর্নামেন্টে দেখা হয়েছিল বাংলাদেশের, ১-১ ড্র হয়েছিল ম্যাচটি। ফিফার বর্তমান র্যাঙ্কিংয়ে বাংলাদেশ ১৯২তম স্থানে রয়েছে। বাংলাদেশের চেয়ে দুই ধাপ এগিয়ে ব্রুনাই।
গত বছর সেপ্টেম্বরে সবশেষ মাঠে নেমেছিল বাংলাদেশ জাতীয় দল। কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিক নেপালের বিপক্ষে ওই প্রীতি ম্যাচে ৩-১ গোলে হেরেছিল বাংলাদেশ।
/আরআইএম
Leave a reply