দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় নৌপরিবহন মন্ত্রী শাজাহান খানের বক্তব্য অমানবিক, সম্মানবোধ থাকলে তিনি পদত্যাগ করতেন এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ঘটনায় সরকার ও নৌমন্ত্রী’র পদত্যাগ দাবি করেছেন তিনি।
সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মির্জা ফখরুল। দুর্ঘটনায় ছাত্র নিহতের ঘটনায় শোক প্রকাশ করেন বিএনপির মহাসচিব।
তিনি বলেন, সরকার মানুষের জীবনের নিরাপত্তা দিতে পারছে না। কোটার দাবি মেনে নেওয়ার কথা বলেও সরকার প্রতারণা করেছে অভিযোগ মির্জা ফখরুলের। সরকারের কোন জবাবদিহিতা নেই বলে যা ইচ্ছে তা করছে। অযোগ্য গাড়িচালকদের লাইসেন্সের দায় সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদেরও এড়াতে পারেন না বলেও মন্তব্য করেন তিনি।
Leave a reply