কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারে নিখোঁজের চারদিন পর জাতিসংঘের কর্মকর্তা ইথোপিয়ার নাগরিক সোলিমান মুলাটা’র মরদেহ বঙ্গোপসাগরের সোনাদিয়া চ্যানেল থেকে উদ্ধার করা হয়েছে। সোলিমান মুলাটা জাতিসংঘের শরনার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এর সুরক্ষা কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। তিনি কক্সবাজারের কলাতলিতে একটি আবাসিক হোটেলে থাকতেন। গত ৩০ জুলাই মুলাটা নিখোঁজ হন।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার আফরুজুল হক টুটুল মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, মহেশখালীর সোনাদিয়ার পূর্বপাড়া সাগর পয়েন্টে জেলেদের জালে একটি লাশ আটকা পড়েছে। বৃহস্পতিবার সকালে চরে আটকা লাশটি জেলেরা উদ্ধার করে কূলে নিয়ে আসে। খবর পেয়ে পুলিশ সেখানে যায়। মরদেহের গায়ে থাকা পোশাকের পকেটে তিনটি ডলার এবং ১০ হাজার টাকাসহ একটি কার্ড এবং কিছু কাগজপত্র উদ্ধার করে তারা। কার্ডটি মুলাটার বলে নিশ্চিত হওয়া গেছে।
মরদেহ পাওয়ার বিষয়ে ইউএনএইচসিআর এর কর্মকর্তা ইফতেখার উদ্দিন বায়েজিদ জানান, পুলিশের মাধ্যমে সোলিমান মুলাটার মরদেহ উদ্ধারের খবর পেয়েছি। ঘটনাস্থলের দিকে রওনা করেছেন।
Leave a reply