অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করতে চায় কমিশন। এজন্য সব রাজনৈতিক দলের অংশগ্রহণ জরুরি বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।
রোববার (১২ মার্চ) বিকেলে নির্বাচন কমিশনে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের সাথে সাক্ষাৎ শেষে তিনি এ কথা বলেন তিনি।
তিনি বলেন, দলগুলো তাদের সঙ্কট নিজেরা সমাধান করবে। কোনো দল চাইলে নির্বাচন কমিশন সহযোগিতা করবে।
সিইসি বলেন, বিশেষ কোনো কারণ নয়, এটি তাদের সৌজন্য সাক্ষাতের অংশ। এসময়, বাংলাদেশে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন হোক, অস্ট্রেলিয়া এমনটিই চায় বলে জানান দেশটির হাইকমিশনার জেরেমি ব্রুয়ার।
/এনএএস
Leave a reply