নাটোরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত, আহত ১৫

|

সিনিয়র করেসপনডেন্ট, নাটোর:

নাটোরের বড়াইগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ভুলু আকন্দ (৬৬) নামে এক যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন।

মঙ্গলবার (১৪ মার্চ) দুপুর ১২টার দিকে উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের রয়না ভরট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ভুলু নাটোরের সিংড়া উপজেলার আধঘোলা গ্রামের মৃত আমজাদ আকন্দের ছেলে।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান জানান, রাজশাহী থেকে রত্না পরিবহণ নামে যাত্রীবাহী একটি বাস সিরাজগঞ্জের দিকে যাচ্ছিল। পথে রয়না ভরট এলাকায় ঢাকা থেকে রাজশাহীগামী হানিফ এন্টার প্রাইজের যাত্রীবাহী বাসের সাথে রত্না পরিবহনের বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস দুইটি সড়কের পাশে জমিতে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই রত্না পরিবহনের যাত্রী ভুলু আকন্দ নিহত হন। আহত হন অন্তত ১৫ জন যাত্রী।

তিনি বলেন, খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার ও আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি করে। মরদেহটি হাইওয়ে থানায় রাখা হয়েছে। নিহতের স্বজনদের খবর দেয়া হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply