ভূমধ্যসাগরে নৌকাডুবি থেকে উদ্ধার ১৭ বাংলাদেশি

|

সিএনএন থেকে সংগৃহীত ছবি।

ভূমধ্যসাগরে নৌকাডুবির ঘটনায় উদ্ধার হওয়া ১৭ অভিবাসনপ্রার্থীর সবাই বাংলাদেশি বলে জানা গেছে। তবে, এখনও নিখোঁজ রয়েছেন ওই নৌকার আরও ৩০ আরোহী। খবর রয়টার্সের।

সোমবার (১৩ মার্চ) উদ্ধারকর্মীদের বরাতে এ তথ্য নিশ্চিত করে ইতালির বার্তা সংস্থা এএনএসএ।

জীবিত ফেরাদের বক্তব্য, রোববার (১২ মার্চ) বেনগাজির ১৭৭ কিলোমিটার দূরে দুর্ঘটনার কবলে পড়ে নৌকাটি। ওই নৌকার যাত্রীদের বেশিরভাগই ছিলেন বাংলাদেশি। এছাড়া মধ্যপ্রাচ্য ও আফ্রিকার নাগরিকরাও রয়েছেন।

জানা গেছে, ভূমধ্যসাগরে চলমান তল্লাশি অভিযানে ইতালিকে সহযোগিতা করছে দুটি বাণিজ্যিক জাহাজ। তাছাড়া, ইউরোপিয়ান ইউনিয়ন বর্ডার এজেন্সি- ফ্রন্ট্যাক্সের হেলিকপ্টার আকাশপথে টহল দিচ্ছে বলেও জানা গেছে।

প্রসঙ্গত, গত ২৬ ফেব্রুয়ারি ইতালি উপকূলে নৌকাডুবিতে প্রাণ হারান ৭৯ জন। গত সপ্তাহেও ভূমধ্যসাগর থেকে উদ্ধার করা হয় দেড় হাজারের মতো অভিবাসনপ্রার্থীকে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply