দেশের বেশ কয়েকটি জেলায় স্থানীয় সরকার নির্বাচনের ভোটগ্রহণ চলছে আজ বৃহস্পতিবার (১৬ মার্চ)। নির্বাচন কমিশন জানিয়েছে, ৪৬টি ইউনিয়ন পরিষদে সাধারণ এবং ৭০টি ইউপিতে শূন্য পদে উপনির্বাচনে ইভিএমে ভোট নেয়া হচ্ছে।
এছাড়া, তিনটি পৌরসভায় জনপ্রতিনিধি নির্বাচন হবে আজকের ভোটে। পৌরসভাগুলো হচ্ছে, চট্টগ্রামের নাজিরহাট, ময়মনসিংহের হালুয়াঘাট ও টাঙ্গাইলের এলেঙ্গা। একইদিনে ৬টি পৌরসভার শূন্য পদে উপনির্বাচনও অনুষ্ঠিত হচ্ছে। আর ১টি উপজেলায় সাধারণ নির্বাচন, ২টি উপজেলা পরিষদে শূন্য পদে উপ ও পুনঃনির্বাচন চলছে আজ।
সকাল ৮টায় এই ভোট শুরু হয়েছে, চলবে বিকেল ৪টা পর্যন্ত। প্রতিটি কেন্দ্রেই মোতায়েন রয়েছে আনসার ও পুলিশ।
/এমএন
Leave a reply