গৃহযুদ্ধের ১ যুগ পূর্তি; আসাদের পতনের দাবিতে রাজপথে সিরিয়ানরা

|

ইন্টারনেট থেকে সংগৃহীত ছবি।

গৃহযুদ্ধের এক যুগ পূর্তিতে সরকার পতনের দাবিতে রাজপথে নেমেছে সিরিয়ানরা। দেশটির বিদ্রোহী নিয়ন্ত্রিত ইদলিব শহরে বিক্ষোভ কর্মসূচীতে অংশ নেন কয়েক হাজার আন্দোলনকারী। খবর আলজাজিরার।

এ সময় সরকার বিরোধী স্লোগান দিতে থাকেন রাস্তায় নামা সিরিয়ানরা। প্রেসিডেন্ট আসাদের পদত্যাগের দাবিতে স্লোগানে মুখরিত হয় ইদলিবের রাজপথ। যুদ্ধের সহিংসতার মাঝে ভূমিকম্পে ক্ষয়ক্ষতিতে ত্রাণ তৎপরতাসহ নানান দুর্নীতির অভিযোগে প্রেসিডেন্ট আসাদ বিরোধী সমর্থন বাড়ছে।

গত ১২ বছর ধরে চলা গৃহযুদ্ধে দেশটিতে নেমে এসেছে অর্থনৈতিক মন্দা। দেখা দিয়েছে চরম মানবিক বিপর্যয়। এ পর্যন্ত প্রায় ৫ লাখ লোকের প্রাণহানি হয়েছে এ গৃহযুদ্ধে। আর বাস্তুচুত্য হয়েছেন অন্তত ১২ মিলিয়ন মানুষ। এছাড়া প্রতিবেশী দেশগুলোতে শরণার্থী হিসেবে বসবাস করছেন আরও ৫ মিলিয়ন সিরিয়ান। আর, গত মাসে হওয়া প্রলয়ংকারী ভূমিকম্পে প্রাণ গেছে অন্তত সাত হাজার সিরিয়ানের।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply