এখনও অব্যাহত আছে ফ্রান্সের পরিচ্ছন্নতাকর্মীদের ধর্মঘট। ফলে এখনও রাস্তার বিভিন্ন স্থানে জমে আছে ময়লার স্তূপ। রাজধানী প্যারিসে ময়লার দুর্গন্ধে চরম বিপাকে পড়ছেন পর্যটকরাও। স্থানীয়দেরও ব্যাপক ভোগান্তিতে পড়তে হচ্ছে। খবর ফ্রান্স ২৪ এর।
এই ধর্মঘটের কারণে বিখ্যাত আইফেল টাওয়ারের পাশে ট্রোকাডেরো স্কয়ার পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে। ঐতিহাসিক এ নিদর্শনটির এমন অবস্থা দেখে হতবাক ভ্রমণকারীরা। যেখানে সৌন্দর্য্য উপভোগ করতে প্রতিবছর পাড়ি জমায় দর্শকরা। অথচ দুর্গন্ধযুক্ত পরিবেশে সেখানে বেশিক্ষণ দাঁড়ানোই এখন কঠিন। রীতিমত নাকে রুমাল চেপে হাঁটতে হচ্ছে স্থানীয়দের পাশাপাশি পর্যটকদেরও।
গত এক সপ্তাহের বেশি সময় ধরে সরকারের পেনশন সংস্কার কর্মসূচির বিরুদ্ধে আন্দোলনে নেমেছে দেশটির আবর্জনা সংগ্রহকারীরা। আন্দোলনের অংশ হিসেবে শহরের ময়লা পরিষ্কার করছে না তারা। এতে পুরো শহরের রাস্তায় জমে আছে সাড়ে ছয় হাজার টন ময়লা।
এদিকে, এ নিয়ে এখন পর্যন্ত কোনো পদক্ষেপ গ্রহণ করেনি প্যারিস প্রাশসন। তাই সোমবার পর্যন্ত ধর্মঘট চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে আন্দোলনকারীরা।
এসজেড/
Leave a reply