প্রাকৃতিক দুর্যোগে ক্যালিফোর্নিয়ার ৩৫টি শহরে জারি জরুরি সতর্কতা

|

চলমান প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া। বৃহস্পতিবার ৩৫টি শহরে জারি হয়েছে জরুরি সতর্কতা। ভোগান্তিতে রয়েছে প্রায় ৭০ লাখ বাসিন্দা। খবর রয়টার্সের।

কর্তৃপক্ষ জানায়, টানা বর্ষণের ফলে ভূমিধস হওয়ায় অরেঞ্জ কাউন্টি, সান ক্লেমেন্টসহ আশপাশের এলাকাগুলো বেশি ক্ষতির সম্মুখীন হয়েছে। ঝুঁকিপূর্ণ ভবনগুলো থেকে প্রায় ৩০টি পরিবারকে সরিয়ে নিয়েছে উদ্ধার কর্মীরা। পাশাপাশি বন্যার পানির তোড়ে তলিয়ে গেছে ঘর-বাড়ি, রাস্তাঘাট, ও স্থাপনা। সেগুলোতে চলছে পুনরুদ্ধারের কাজ।

আবহাওয়া অফিসের পূর্বাভাস, আগামী সপ্তাহ পর্যন্ত বহাল থাকবে বৈরী আবহাওয়া।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply