রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত-আইসিসি’র গ্রেফতারি পরোয়ানাকে ‘ঐতিহাসিক রায়’ বলে আখ্যা দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি। খবর রয়টার্সের।
জেলেনস্কি বলেন, আন্তর্জাতিক আদালতের গুরুত্বপূর্ণ একটি রায় পেয়েছি। সন্ত্রাসী রাষ্ট্রের প্রধান ও আরও এক কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে যুদ্ধারপরাধের দায়ে অভিযুক্ত হলেন।
“সন্ত্রাসী রাষ্ট্রের” নেতৃত্বে থাকা লোকটির নির্দেশ না থাকলে এ ধরনের অপরাধমূলক কাজ করা সম্ভব হতো না। তিনি হাজার হাজার শিশুকে দেশ থেকে সরিয়েছেন এবং পরিবার থেকে বিচ্ছিন্ন করেছেন। এমন ১৬ হাজার কেস রেকর্ড করা হয়েছে। প্রকৃত সংখ্যা আরও বেশি। আমরা আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রতি কৃতজ্ঞ।
এটিএম/
Leave a reply