২০১৭ সালের বিশ্বকাপে উইন্ডিজের বিপক্ষে অপরাজিত সেঞ্চুরি করে দলকে এনে দিয়েছিলেন দারুণ এক জয়। টনটনে সেদিন ৯৯ বলে অপরাজিত ১২৪ রান করে হয়েছিলেন ম্যাচ সেরা। এরপর কেটে গেছে প্রায় ৪টি বছর। খেলেছেন ২৫টি ওয়ানডে। দ্বিতীয় বাংলাদেশি হিসেবে ওডিআইতে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন সাকিব আল হাসান।
আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম একদিনের ম্যাচে আবারও ম্যাজিক ফিগারের দিকে এগুচ্ছিলেন সাকিব। ৬৫ বলে ক্যারিয়ারের ৫৩তম অর্ধশতক করার পর আরও ভয়ংকর হয়ে ওঠেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। আইরিশ বোলার হ্যারি ট্যাকারের করা ৩৫তম ওভার ৫টি চার মেরে তুলে নেন ২২ রান।
কিন্তু ২৫ ম্যাচ ধরে অধরা যে সেঞ্চুরি সেটির দেখা এদিনও পেলেন না সাকিব আল হাসান। গ্রাহাম হুমের করা ৩৮তম ওভারের প্রথম বলেই উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেলেন তিনি। ৮৯ বলে ৯৩ রানে থামে তার এবারের ইনিংস। যেখানে ছিল ৯টি চারের মার।
সবশেষ সেঞ্চুরির পর খেলা ২৬ ম্যাচে এটি সাকিবের ৯ম অর্ধশতক। যেখানে নার্ভাস নাইন্টিতে দ্বিতীয়বারের মতো আউট হলেন সাকিব। আর সবশেষ ৩ ম্যাচেই পার করেছে পঞ্চাশের কোটা। পাশাপাশি সেঞ্চুরির আক্ষেপ বাড়লো আরও এক ম্যাচের জন্য।
এ এইচ/ইউএইচ/
Leave a reply