চীনের প্রস্তাবিত শান্তি পরিকল্পনা অনুযায়ীই শেষ হতে পারে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। তবে শান্তির জন্য প্রস্তুত নয় কিয়েভ ও পশ্চিমারা। এমন দাবি করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সংকট সমাধানে বেইজিংয়ের নিরপেক্ষ অবস্থান তুলে ধরেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। খবর রয়টার্সের।
ক্রেমলিনের সেন্ট জর্জেস হলে চীনের প্রেসিডেন্টের সম্মানে রাজকীয় অভ্যর্থনা। লাল গালিচা পেরিয়ে দ্বিতীয়দিনের মতো সাক্ষাৎ হয় বিশ্বের পরাক্রমশালী দুই নেতা শি ও পুতিনের।
মঙ্গলবার শি জিনপিং ও ভ্লাদিমির পুতিনের আনুষ্ঠানিক বৈঠকের দিকে ছিল পুরো বিশ্বের নজর। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে জানা গেলো, তাদের আলোচনার কেন্দ্রে ছিল দ্বিপাক্ষিক সম্পর্ক। বাণিজ্য, জ্বালানি, কূটনৈতিক সম্পর্ক জোরদারের প্রতিশ্রুতি ছিল পরস্পরের কণ্ঠে। আর অবধারিতভাবেই উঠে আসে রুশ-ইউক্রেন যুদ্ধ। পুতিনের দাবি, চলমান যুদ্ধের অবসান ঘটাতে পারে চীনের প্রস্তাবিত পরিকল্পনা। তবে তা এগিয়ে নিতে ‘পশ্চিমা ও কিয়েভের সাড়া মিলছে না বলে অভিযোগ করেন।
ভ্লাদিমির পুতিন বলেন, চলমান যুদ্ধ বন্ধে চীনের প্রস্তাবিত শান্তি পরিকল্পনার অনেককিছুই গ্রহণ করা যেতে পারে। তবে সেক্ষেত্রে প্রস্তুত হতে হবে পশ্চিমা ও কিয়েভকেও। সমঝোতা আলোচনার জন্য তাদেরও আগ্রহী হতে হবে।
প্রেসিডেন্ট শি বলেন, শান্তি আলোচনার পক্ষে চীন সরকার। রাশিয়া-ইউক্রেন ইস্যুতে বেইজিংয়ের অবস্থান নিরপেক্ষ বলেও দাবি করেন।
তিনি বলেন, চীন বরাবরই জাতিসংঘ সনদের নীতিমালা ও উদ্দেশ্য মেনে চলে। নিরপেক্ষ অবস্থান থেকে শান্তি আলোচনাকে উৎসাহিত করে। সংলাপের মাধ্যমে সমস্যা সমাধানের পক্ষে আমরা।
এসময় দু’টি যৌথ ঘোষণাপত্রে স্বাক্ষর করেন শি-পুতিন। যার একটিতে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির বিস্তারিত পরিকল্পনা ও অন্যটিতে ছিল রাশিয়া-চীন সম্পর্ক জোরদারের কথা। মঙ্গোলিয়া হয়ে চীনে গ্যাস সরবরাহে সাইবেরিয়া-টু পাইপলাইন চুক্তিও হয় দু’দেশের। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে চীন সফরের দাওয়াতও দেন শি জিনপিং।
এটিএম/
Leave a reply