পটুয়াখালীতে গায়ে ধাক্কা লাগার অভিযোগে ছুরিকাঘাতে দুই শিক্ষার্থীর মৃত্যু

|

স্টাফ করেসপন্ডেন্ট, পটুয়াখালী:

পটুয়াখালীর বাউফলে নবম শ্রেণির শিক্ষার্থীদের ছুরিকাঘাতে দশম শ্রেণির দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, নাফিস মোস্তফা আনসারী (১৬), মো. মারুফ হোসেন (১৫)।

বুধবার (২২ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার সূর্য্যমনি ইউনিয়নের ইন্দ্রকূল গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ফুজাযেল হোসেন সিয়াম (১৫) নামের দশম শ্রেণির আরেক শিক্ষার্থীও গুরুতর আহত অবস্থায় বাউফল হাসপাতালে ভর্তি আছেন।

জানা গেছে, ওই ইউনিয়নের ইন্দ্রকুল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের কাজ শেষে বাড়ি ফেরার পথে স্কুলের দক্ষিণ পাশে ব্রিজের ওপর শরীরে ধাক্কা লাগাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে বাউফল থানার ওসি আল মামুন জানান, বর্তমানে তাদের নিহতদের মৃতদেহ বরিশাল শেবাচিমের মর্গে রাখা আছে।

এ ঘটনায় আহত সিয়াম অভিযোগ করে জানান, স্কুল শেষে শেষে বাড়ি ফিরছিলেন সবাই। তারা স্কুলের পাশে ব্রিজের ওপর আসলে গায়ে ধাক্কা লাগাকে কেন্দ্র করে নবম শ্রেণির শিক্ষার্থীদের সাথে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ৯ম শ্রেণির শিক্ষার্থী রায়হান, সৈকত, হাসিবুল এবং তাদের বন্ধু নাঈম ১, নাঈম ২-সহ আরও কয়েকজন মিলে দশম শ্রেণির শিক্ষার্থী নাফিস, মারুফ ও সিয়ামের ওপর ছুরিকাঘাত করে। এতে নাফিস ও মারুফ গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আশঙ্কাজনক অবস্থায় তাদের বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসারত অবস্থায় রাত সাড়ে ৭টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাদের দুজনকে মৃত ঘোষণা করেন।

বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মিরাজুল ইসলাম জানান, নাফিস ও মারুফের পেটে ধারালো অস্ত্রের আঘাত থাকায় তাদের বরিশাল শের-ই বাংলা মেডিকেলে পাঠানো হয়েছিল। এছাড়া সিয়ামের উরুতেও ধারালো অস্ত্রের আঘাত ছিল।

ঘটনার সত্যতা স্বীকার করে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে জোরালো অভিযান চালানো হচ্ছে।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply