গুজব ছড়ানোর অভিযোগে বুয়েট ছাত্রকে পিটিয়ে পুলিশে দিলো ছাত্রলীগ

|

নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে ফেসবুকে বিভ্রান্তিমূলক লেখালেখি এবং আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করার অভিযোগে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) এক ছাত্রকে মারধর করে পুলিশে সোপর্দ করেছে ছাত্রলীগ।

মঙ্গলবার দিবাগত রাত ১২টায় দিকে এ ঘটনা ঘটে। মারধরের শিকার ওই শিক্ষার্থীর নাম মো. দাঈয়ান নাফিস প্রধান। সে বুয়েটের ১৫-তম ব্যাচের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মীরা ২০-২৫টি মোটরসাইকেলে করে বুয়েটের শেরেবাংলা হলে প্রবেশ করেন। সেখানে তারা বুয়েট শিক্ষার্থী দাঈয়ানকে মারধর করে পুলিশের কাছে তুলে দেন। দাঈয়ানকে সাথে নিয়ে ছাত্রলীগ সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর একটি ভিডিও ফেসবুকে পোস্ট করা হয়। যেখানে দাঈয়ানকে মিথ্যে প্রোপাগান্ডার সাথে জড়িত থাকার দায়ে অভিযুক্ত করেন রাব্বানী। এ ধরনের কাজে যারা জড়িত তাদের সবাইকে খুঁজে বের করা হবে বলেও জানান তিনি।

আন্দোলন নিয়ে অপপ্রচার চালানোর অভিযোগে বুয়েট শিক্ষার্থীকে থানায় সোপর্দের বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ।

যমুনা অনলাইন: টিএফ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply