উত্তর কোরিয়ার সাথে উত্তেজনার মাঝেই; ১৫ দিনব্যাপী সামরিক মহড়ায় স্থল, নৌ এবং আকাশপথে বৃহৎ পরিসরে শক্তিমত্তা প্রদর্শন করছে যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়ার সেনারা। খবর এপির।
বুধবার (২৯ মার্চ) পোহাং শহরে উভচর সমরযান, যুদ্ধজাহাজ ও বিমান নিয়ে রণকৌশল অনুশীলন করে সামরিক বাহিনী। মহড়ায় অংশ নিতে দক্ষিণ কোরিয়ার নৌঘাঁটিতে পৌছেছে মার্কিন রণতরী- ইউএসএস- নিমিৎজ।
পারমানবিক অস্ত্রবাহী যুদ্ধবিমান বহনে সক্ষম এটি। ওয়াশিংটন-সিউল সামরিক মহড়া নিয়ে আবারও ক্ষোভ ঝেড়েছে পিয়ংইয়ং। মঙ্গলবার নতুন নিউক্লিয়ার ওয়্যারহেড উন্মোচন করেছে দেশটি। অপ্রতিরোধ্য পারমানবিক শক্তিমত্তা গড়ে তোলার কথা জানিয়েছে কিম প্রশাসন।
এটিএম/
Leave a reply