বঞ্চনার অভিযোগে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে মমতা ব্যানার্জির ধর্না কর্মসূচি

|

কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে পশ্চিমবঙ্গকে সুযোগ-সুবিধা কম দেয়া এবং বঞ্চনার অভিযোগে বিক্ষোভ কর্মসূচি চলছে রাজ্যটিতে। বুধবার (২৯ মার্চ) ধর্না কর্মসূচি শুরু করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।

এদিন স্থানীয় সময় দুপুর ১২টার দিকে কলকাতার রেড রোডে অস্থায়ী মঞ্চে দুইদিনের এই অবস্থান কর্মসূচি শুরু করেন তৃণমূল কংগ্রেস প্রধান। মমতার সাথে যোগ দেন টিএমসির শীর্ষ নেতারাও।

জানানো হয়, বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত ধর্না কর্মসূচি চলবে। কর্মসূচি চলাকালে প্রশাসনিক কার্যক্রম মঞ্চ থেকেই পরিচালনা করা হবে। এ লক্ষ্যে সেখানেই খোলা হয়েছে মুখ্যমন্ত্রীর অস্থায়ী অফিস। কেন্দ্রের ক্ষমতাসীন বিজেপি সরকার পশ্চিমবঙ্গের জন্য বরাদ্দকৃত অর্থ ছাড় করছে না, দীর্ঘদিন ধরেই এমন অভিযোগ তৃণমুল কংগ্রেসের। এখন পর্যন্ত রাজ্যের বিভিন্ন প্রকল্পের জন্য বরাদ্দ ১ লক্ষ কোটি রূপির বেশি অর্থ পরিশোধ করেনি মোদি প্রশাসন। এর পাশাপাশি বিভিন্ন প্রকল্প এবং যোজনা সুবিধার ক্ষেত্রেও বঞ্চনা করা হচ্ছে পশ্চিমবঙ্গকে, এমন অভিযোগও করেন মমতা ব্যানার্জি।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply