‘বিচার বিভাগীয় সংস্কার’ প্রস্তাব বাতিলের দাবিতে ফের উত্তাল ইসরায়েল

|

ছবি : সংগৃহীত

‘বিচার বিভাগীয় সংস্কার’ প্রস্তাব স্থগিত ঘোষণার পরও ইসরায়েলে অব্যাহত রয়েছে বিক্ষোভ। বিচার বিভাগ সংক্রান্ত প্রস্তাবটি বাতিলের দাবি জানিয়েছে আন্দোলনকারীরা। খবর রয়টার্সের।

খবরে বলা হয়েছে, টানা আন্দোলনের অংশ হিসেবে শনিবারও (১ এপ্রিল) দেশজুড়ে রাজপথে নামেন লাখো বাসিন্দা। এরআগে চরম জনরোষের মুখে গত সোমবার (২৭ মার্চ) আইনটি সাময়িক স্থগিতের ঘোষণা দেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তাতেও সন্তুষ্ট নন বিক্ষোভকারীরা।

শনিবার পতাকা, ব্যানার, ফেস্টুন নিয়ে সড়কে জমায়েত হন তারা। দাবি তোলেন- পুরোপুরি বাতিলের। সরকারের একক সিদ্ধান্তে গণতান্ত্রিক চর্চা সংকুচিত হচ্ছে বলেও দাবি তাদের।

এএআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply