কোহলি-ডু প্লেসি ঝড়ে ধরাশয়ী মুম্বাই

|

রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালোরের কোহলি-প্লেসির দাপুটে ব্যাটিংয়ে বড় ব্যবধানে হেরেছে মুম্বাই ইন্ডিয়ান্স। ২২ বল হাতে রেখেই তারা ৮ উইকেটে জয় তুলে নিয়েছে আরসিবি।

রোববার (২ এপ্রিল) দিনের দ্বিতীয় ম্যাচে ঘরের মাঠে মুম্বাইকে আতিথ্য দেয় বেঙ্গালুরু। টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বেঙ্গালুরুর অধিনায়ক ফাফ ডু প্লেসি।

মুম্বাইয়ের ব্যাটিংয়ে শুরুটা ভালো ছিল না। অধিনায়ক রোহিতের সঙ্গে ওপেনিংয়ে নেমেছিলেন ঈশান কিষান। তবে আরসিবি বোলারদের তোপে রান তোলা তো দূরে থাক, ২০ রানেই তারা ৩ উইকেট হারিয়ে বসে। শুধু তাই নয়, বলতে গেলে মুম্বাইয়ের পুরো টপ অর্ডারই ব্যর্থ ছিল এই ম্যাচে। আকাশ দীপের বলে আউট হয়ে অধিনায়ক রোহিত ফিরেছেন মাত্র ১ রান করে। এর আগে ফেরেন কিশান ও ক্যামেরন গ্রিন। অফ-ফর্মে থাকা সূর্যকুমার যাদবও ক্রিজে থিতু হতে পারেননি।

মুম্বাইয়ের উইকেট পতনের অন্যপ্রান্তে দৃঢ়তা দেখান তিলক ভার্মা। মূলত দলকে তিনি একাই টেনেছেন। খেলেছেন ৮৪ রানের এক অনবদ্য ইনিংস। তার ব্যাটেই মুম্বাই ১৭১ রানের লড়াইয়ের পুঁজি পায়।

এই লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই সমানে ব্যাট চালিয়েছেন কোহলি ও ডু প্লেসি। কোহলি ও ডু প্লেসি দুজনেই হাকান অর্ধশতক। মারমুখী মেজাজ ম্যাচকে একপেশে করে তোলেন এই দুই ব্যাটার। আরসিবির হয়ে সর্বোচ্চ ৪৯ বলে ৮২ রান করেন কোহলি। তিনি খেলেছেন ৫টি ছক্কা ও ৬টি চারের মার। অন্যদিকে ৬টি ছক্কা ও ৫টি চারের বাউন্ডারিতে ৪৩ বলে ৭৩ রান করে আউট হন ডু প্লেসি। শেষদিকে গ্লেন ম্যাক্সওয়েল পরপর দুই বলে ছয় মেরে বেঙ্গালুরুর জয় নিশ্চিত করেন।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply