লড়াইর জন্য পুরোপুরি প্রস্তুত ডোনাল্ড ট্রাম্প। আলোচিত ঘুষ মামলার শুনানির দু’দিন আগে এমন কড়া বার্তা দিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্টের আইনজীবী। খবর রয়টার্সের।
আইনজীবী জো টাকোপিনা জানান, সোমবার (৩ এপ্রিল) ফ্লোরিডার বাড়ি থেকে নিজস্ব বিমানযোগে নিউইয়র্ক পৌঁছাবেন তিনি। সেখানে হাজিরা দিবেন আদালতে। তারপর ফ্লোরিডা ফিরে সমর্থকদের উদ্দেশে রাখবেন বক্তব্য।
তিনি জানান, তার মক্কেলকে যে শাস্তিই দেয়া হোক, সে বিষয়ে বৈধ ও আইনি পদক্ষেপ নেয়া হবে।
মার্কিন গণমাধ্যমগুলো বলছে, অর্থ জালিয়াতির সাথে সংশ্লিষ্ট ৩০টির বেশি অভিযোগ আনা হতে পারে ট্রাম্পের বিরুদ্ধে। তাছাড়া ২০১৬ সালে পর্ন তারকাকে ১ লাখ ৩০ হাজার ডলার ঘুষ প্রদানের জন্য হতে পারে কারাদণ্ড। বরাবরই সব দায় অস্বীকার করছেন ডোনাল্ড ট্রাম্প। তার অভিযোগ, আসন্ন নির্বাচনে তাকে ঠেকাতেই এতো কারসাজি। কর্মী-সমর্থকদের নির্বাচনী প্রচারণায় ডোনেট করার আহ্বান জানান ট্রুথ সোশ্যাল সামাজিক যোগাযোগমাধ্যমে।
এটিএম/
Leave a reply