বঙ্গবাজারে আগুনের ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের যতটা সম্ভব সরকারের পক্ষ থেকে সহায়তা করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বললেন, একই সাথে ফায়ার সার্ভিস অফিসে হামলা ও ভাঙচুরের সাথে যারা জড়িত, তাদের চিহ্নিত করে যথাযথ ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে।
বুধবার (৫ এপ্রিল) সকালে পদ্মা সেতুর সরকারি ঋণ পরিশোধের প্রথম চেক হস্তান্তর অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় পদ্মা সেতু নির্মাণে অর্থ বিভাগ থেকে নেয়া ঋণের প্রথম ও দ্বিতীয় কিস্তির প্রায় ৩১৭ কোটি টাকার চেক সরকারের কাছে হস্তান্তর করে সেতু বিভাগ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ঋণের চেক গ্রহণ করেন। আর চেক হস্তান্তর করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
অনেক উন্নত দেশের থেকেও বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা যথেষ্ট ভালো বলে এ সময় উল্লেখ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
/এমএন
Leave a reply