জাপানে বিধ্বস্ত সামরিক হেলিকপ্টারের ভাঙা অংশ মিললো সাগরে

|

জাপানে ১০ আরোহী নিয়ে বিধ্বস্ত হলো ‘ব্ল্যাক হক’ সামরিক হেলিকপ্টার। শুক্রবার (৭ এপ্রিল) ওকিনাওয়া দ্বীপের কাছে সমুদ্রে মিললো হেলিকপ্টারের ভাঙা অংশ। অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রমের প্রধান জেনারেল ইয়াশুনোরি মোরিশিতা এ তথ্য নিশ্চিত করেন। খবর রয়টার্সের।

এক বিবৃতিতে জানানো হয়, সাগরে ভাসমান বস্তুগুলো ‘ইউ এইচ সিক্সটি’ হেলিকপ্টারটির একাংশ। বড় অংশজুড়ে ছড়িয়েছে জ্বালানি। মিলেছে রোটোর ব্লেডের ভাঙা টুকরা। অবশ্য আরোহীদের ভাগ্যে কী ঘটেছে, তা এখনও অনিশ্চিত। তাদের সন্ধানে চলছে তল্লাশি অভিযান।

বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল ৪টা নাগাদ রাডারের সাথে উড়োযানটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়। সেটি সবশেষ চিহ্নিত হয় মিয়াকো দ্বীপের কাছে। দুই ইঞ্জিনের হেলিকপ্টারটি সাধারণত সামরিক সরঞ্জাম পরিবহনের জন্য ব্যবহার করতো পদাতিক প্রতিরক্ষা বাহিনী বা জিএসডিএফ।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply