যুক্তরাষ্ট্রে অস্ত্র আইন সংস্কারের দাবিতে বিক্ষোভে স্লোগান, টেনেসির ২ এমপি বহিষ্কৃত

|

বহিষ্কৃত হওয়ার পর টেনেসি রাজ্যের আইনসভায় মুষ্টিবদ্ধ হাত উচিয়ে জাস্টিন জোনস। ছবি: এপি।

যুক্তরাষ্ট্রে ‘অস্ত্র আইন’ সংস্কারের দাবিতে হওয়া বিক্ষোভে ইন্ধন জোগানোর অভিযোগে বহিষ্কার হলেন টেনেসি পার্লামেন্টের দুই ডেমোক্র্যাট আইনপ্রণেতা জাস্টিন জোনস ও জাস্টিন পিয়ারসন। খবর রয়টার্সের।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) তাদের অপসারণে বিশেষ অধিবেশনে হয় ভোটাভুটি। যাতে ৭২-২৫ ভোটে বহিষ্কৃত হন এমপি জোনস। অপর এমপি পিয়ারসনকে পদচ্যুত করতে ভোট দেন ৬৯ আইনপ্রণেতা। দু’জনই কৃষ্ণাঙ্গ রাজনীতিক। এছাড়া, গ্লোরিয়া জনসন নামের আরেক এমপিকে বহিষ্কারে পর্যাপ্ত সংখ্যক ভোট পরেনি।

গেলো ২৭ মার্চ ন্যাশভিলে কোভ্যানেন্ট স্কুলে চালানো এলোপাতাড়ি গুলিতে প্রাণ যায় শিশুসহ ৬ জনের। এরপরই জোরালো হয় অস্ত্র আইন সংস্কারের দাবি। গেলো সপ্তাহে টেনেসি পার্লামেন্ট ঘেরাও করেন বিক্ষোভকারীরা। যাদের সাথে স্লোগান দেন ওই তিন এমপিও।

রাজ্য প্রশাসনের অভিযোগ, এর মাধ্যমে রাজ্য পার্লামেন্টের নীতিমালা ভঙ্গ করেছেন তারা। সেই অপরাধেই বহিষ্কারের সিদ্ধান্ত।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply