পশ্চিমবঙ্গের নদীয়া জেলায় জনসমাগমপূর্ণ একটি বাজারে এক তৃণমূল নেতাকে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। নিহত ওই ব্যক্তির নাম আমোদ আলি বিশ্বাস (৪৫)। তিনি রামনগর বড় চুপড়িয়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের অঞ্চল সহ-সভাপতি ছিলেন বলে জানা গেছে। খবর হিন্দুস্তান টাইমসের।
শুক্রবার (৭ এপ্রিল) স্থানীয় সময় সকালে নদিয়ার হাঁসখালির ছোট চুপড়ি বাজারের কাছে ঘটে এ ঘটনা। তবে এখন পর্যন্ত হত্যাকারীদের চিহ্নিত করা যায়নি।
জানা গেছে, বাজার করার উদ্দেশ্যে সকালে ছোট চুপড়ি বাজারে যান আমোদ আলি বিশ্বাস। সেখানে মোটরসাইকেলে দুই ব্যক্তিকে তার সঙ্গে কথা বলতে দেখা যায়। এক পর্যায়ে তাদের মধ্যে কথা কাটাকাটিও শুরু হয় তার। এরপরেই ওই দুই ব্যক্তি আহমেদকে গুলি করে পালিয়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে যান। সেখানে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
বিষয়টি নিয়ে এরই মধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ। রাজনৈতিক কারণ নাকি ব্যক্তিগত শত্রুতার জেরে তাকে হত্যা করা হয়েছে তা খতিয়ে দেখছি পুলিশ।
এসজেড/
Leave a reply