গত ১৪ বছরের মধ্যে রেকর্ড মুনাফা কমেছে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি প্রতিষ্ঠান স্যামসাংয়ের। চলতি বছরের প্রথম প্রান্তিকে পরিচালনা মুনাফা ১৪ ট্রিলিয়ন স্থানীয় মুদ্রা থেকে ছয়শ বিলিয়নে নেমেছে। মুনাফা কমার পরিমাণ প্রায় ৯৬ শতাংশ।
অব্যাহত লোকসান ঠেকাতে ‘মেমোরি চিপ’ উৎপাদন কমানোর সিদ্ধান্ত নিয়েছে স্যামসাং। প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ জানিয়েছে, করোনার পর থেকেই মেমোরি চিপের চাহিদা কমতে শুরু করেছে। অর্থনৈতিক মন্দায় তাতে বড় ধরনের ধাক্কা লাগে। করোনাকালে প্রযুক্তি পণ্যের চাহিদা বেড়ে যাওয়ায় প্রতিষ্ঠানটির আয় বাড়ে। তবে কোভিড পরবর্তী মূল্যস্ফীতির কারণে চাহিদা কমায় স্মার্টফোন ও কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠানগুলো উৎপাদন কমিয়ে দেয়। এতে আন্তর্জাতিক বাজারে কমেছে চিপের চাহিদা।
এদিকে, মেমোরি চিপের উৎপাদন কমোনোর ঘোষণায় স্যামসংয়ের শেয়ারে দর ৪ শতাংশ বেড়েছে।
/এমএন
Leave a reply