করোনার প্রকোপ শুরু হয়েছে ৩ বছর হলো। এখন অনেকটাই নিয়ন্ত্রণে এ মহামারি। তাই এবার করোনার জরুরি অবস্থাকে তুলে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। চলতি বছরই এ জরুরি অবস্থা তুলে নেয়া হতে পারে বলে জানিয়েছেন ডব্লিউএইচও এর প্রধান টেড্রোস আধানম গেব্রিয়াসুস। খবর ভয়েজ অব আমেরিকার।
বৃহস্পতিবার (৬ এপ্রিল) জেনেভায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংস্থাটির প্রধান জানান, কোভিডের উৎস নিয়ে এখনও পূর্ণাঙ্গ কোনো রিপোর্ট পাওয়া যায়নি। কারণ প্রত্যেক অনুসন্ধানেই বেশ কিছু অসংগতি দেখা গেছে। তাই আরও তথ্য প্রকাশ করার জন্য চীনের প্রতি আরও একবার আহ্বান জানান তিনি।
২০১৯ সালের ডিসেম্বরে প্রথম চীনের উহান প্রদেশে শনাক্ত হয় করোনা ভাইরাস। যাতে এ পর্যন্ত প্রাণ গেছে প্রায় ৭০ লাখ মানুষের। বিশ্ব রাজনীতি ও অর্থনৈতিক কাঠামোই রীতিমতো বদলে দিয়েছে এই এক মহামারি।
এসজেড/
Leave a reply