জনগণের আশাপূরণ ও উন্নয়নে জাতীয় সংসদ কার্যকর ভূমিকা রাখছে: প্রধানমন্ত্রী

|

জনগণের আশাপূরণ ও উন্নয়নে জাতীয় সংসদ সর্বদা কার্যকর ভূমিকা রাখছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার (৭ এপ্রিল) বিকালে জাতীয় সংসদের ৫০ বছর পূর্তি উপলক্ষে বিশেষ অধিবেশনের ভাষণে এ কথা জানান তিনি। সংসদ কার্যকর করতে বঙ্গবন্ধুর অবদান তুলে ধরেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, দেশের মানুষের অধিকারের জন্য দীর্ঘ কারাজীবন কাটাতে হয়েছে বঙ্গবন্ধুকে। জাতির পিতার ইচ্ছা ছিল বলেই দেশ এতো এগিয়ে চলছে।

প্রধানমন্ত্রী বলেন, সংসদের ৫০ বছরের পথচলা এতো মসৃণ ছিল না। ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা হবে। উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশ আজ রোল মডেল বলেও জানান তিনি।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply