জালিয়াতি ও চেক প্রতারণার মামলায় বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন রাঁচির একটি আদালত। আমিশার ব্যবসায়িক সহযোগী ক্রুনালের বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। খবর হিন্দুস্তান টাইমস’র।
আমিশার বিরুদ্ধে অভিযোগ, দেশি ম্যাজিক নামের একটি চলচ্চিত্রের জন্য এক প্রযোজকের কাছ থেকে আড়াই কোটি রুপি নিয়েছিলেন। ছবির নির্মাণ শুরু হয় ২০১৩ সালে। কিন্তু তা এখন পর্যন্ত শেষ হয়নি।
প্রযোজক অজয়ের অভিযোগ, আমিশা ও তার ব্যবসায়িক অংশীদার আশ্বাস দিয়েছিলেন, ছবিটি শেষ হওয়ার পরে সুদের সঙ্গে তিনি আসল ফেরত পাবেন।
২০১৮ সালের অক্টোবরে আমিশা অজয়কে আড়াই কোটি ও ৫০ লাখ রুপির ২টি চেক দিয়েছিলেন, যা বাউন্স করে। এরপরই আমিশা ও ক্রুনালের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪২০ ও ১২০ ধারায় মামলা করা হয়। জানা গেছে, এই মামলায় সমন পাঠানো সত্ত্বেও আমিশা কিংবা তার আইনজীবী কেউই আদালতে উপস্থিত হননি।
এটিএম/
Leave a reply