রাজনৈতিক সংকট নিরসনে সরকারকেই উদ্যোগ নিতে হবে: ফখরুল

|

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর (ডানে)।

রাজনৈতিক সংকট নিরসনের জন্য সরকারকেই উদ্যোগ নিতে হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (৮ এপ্রিল) দুপুরে জাতীয়তাবাদী সমমনা জোটের সঙ্গে মতবিনিময় শেষে ব্রিফিংয়ে এ কথা জানান তিনি। পদত্যাগ করে নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠার ঘোষণা দিলেই সংলাপ হতে পারে বলেও জানান মির্জা ফখরুল। বলেন, এছাড়া কোনো সংলাপ বা আলোচনায় অংশ নেবে না বিএনপি।

মত বিনিময় সভায় চলমান আন্দোলনকে এগিয়ে নিতে বিভিন্ন কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন তারা। পরে সাংবাদিকদের জানান, দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচনে যাবে না বিএনপি ও সমমনা জোট।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকার যদি চায় সংঘাত এড়িয়ে সামনের দিকে এগিয়ে যাবে, তবে বিরোধী দলগুলোর দাবি পূরণ করতে হবে। অর্থাৎ, পদত্যাগ করে আলোচনার ব্যবস্থা করতে হবে।

আরও পড়ুন: সহজ ডটকমের সার্ভারে পড়ছে অতিরিক্ত চাপ, ট্রেনের অগ্রিম টিকিট বুকিংয়ে জটিলতা

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply