ইরাকে ভোট পুনর্গণনায় আবারও নির্বাচিত হলেন শিয়া নেতা মুক্তাদা আল সদর। শুক্রবার ভোট পুনর্গণনার ফল প্রকাশ করছে দেশটির নির্বাচন কমিশন।
পুনর্গণনার ফলাফলে তেমন কোনো পরিবর্তন হয়নি বলে দাবি নির্বাচন কমিশনের। নির্বাচনের প্রাথমিক ফলাফলের সাথে মিলে গেছে বলে জানিয়েছে কমিশন। পুণরায় গণনাতেও ৫৪ টি আসন নিয়ে শীর্ষে থাকছে সদর জোট। ৪৮টি আসন নিয়ে ইরানপন্থী শিয়া জোট থাকছে ২য় স্থানে।
অন্যদিকে প্রধানমন্ত্রী হায়দার আল আবাদির জোট ৪২ টি আসন নিয়ে ৩য় স্থানেই আছে। সরকার গঠনে জোট তৈরিতে বিজয়ী দলগুলোর মধ্যে চলছে দর কষাকষি। গেলো মে মাসে অনুষ্ঠিত নির্বাচনে ভোট জালিয়াতি সহ ব্যাপক কারচুপির অভিযোগ উঠলে ফলাফল পুনর্গণনার নির্দেশ দেয় আদালত।
Leave a reply