স্টাফ করেসপনডেন্ট, ফেনী:
ফেনীর দাগনভূঞায় বিএনপির কর্মসূচিতে হামলার অভিযোগ উঠেছে ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে। এতে দলটির অন্তত ১০ জন নেতাকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে।
শনিবার (৮ এপ্রিল) বিকেল ৩টার দিকে দাগনভূঞা পৌর শহরের ডাকবাংলোর সামনে এ ঘটনা ঘটে।
উপজেলা বিএনপির সভাপতি আকবর হোসেন বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও আওয়ামী সরকারের সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদ এবং ১০ দফা বাস্তবায়নের দাবিতে দাগনভূঞা উপজেলা বিএনপির অবস্থান কর্মসূচি শুরু হয়। শুরুর ১০ মিনিটের মধ্যে সরকারদলীয় ৫০-৬০ জন সন্ত্রাসী অতর্কিত হামলা করে। এতে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রাজীব, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মামুন ও যুগ্ম আহ্বায়ক পলাশসহ বিএনপির অন্তত ১০ নেতাকর্মী আহত হয়।
এ বিষয়ে দাগনভূঞা থানার ওসি হাসান ইমাম জানান, হামলার খবর শুনে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে আহতের ঘটনা ঘটেনি।
এএআর/
Leave a reply