থাইল্যান্ডে বন্দুক হামলায় নিহত ৪

|

থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে মৃত্যু হয়েছে ৪ জনের। আহত হয়েছেন আরও অনেকে। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে মনে করছে পুলিশ। তবে হামলাকারীকে গ্রেফতার করা যায়নি। খবর এনডিটিভির।

শনিবার (৮ এপ্রিল) স্থানীয় সময় বিকেল ৫টা নাগাদ রাজধানী ব্যাঙ্কক থেকে ৬০০ কিলোমিটার দূরের খিরি রাত নিখোম জেলার সুরাট থানি প্রদেশে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলের কাছেই ছিল সাবেক গ্রাম প্রধানের বাড়ি। তবে কেন এ হামলার ঘটনা ঘটলো তা এখনও জানতে পারেনি পুলিশ।

থাইল্যান্ডে আগ্নেয়াস্ত্রের মালিকানা পাওয়া বেশ সহজ হওয়ায় গত এক বছরে বন্দুক হামলার ঘটনা বেড়েছে। গত বছরের অক্টোবরেই ঘটে সবচেয়ে মর্মান্তিক ঘটনা। এক পুলিশ কর্মকর্তা তার নিজের বন্দুক দিয়ে ৩৬ জনকে হত্যা করেন। তার মধ্যে ২৪ জনই ছিল শিশু। তাই দেশটিতে অস্ত্র আইন আরও কঠোর করার দাবি সচেতন মহলের।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply