মহারাষ্ট্রে ঝড়ের কবলে গাছ পড়ে নিহত ৭

|

ছবি : সংগৃহীত

ভারতের মহারাষ্ট্রে প্রবল ঝড়ে বিশাল একটি গাছ উপড়ে পড়ে অন্তত ৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন। ঝড়ের সময় ওই এলাকার এক মন্দিরে ধর্মীয় অনুষ্ঠান চলছিল। খবর এনডিটিভির।

খবরে বলা হয়েছে, রোববার (৯ এপ্রিল) স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে রাজ্যটির আকোলা জেলায় এ ঘটনা ঘটে।

ভারি বৃষ্টি ও প্রবল ঝড় শুরু হলে মন্দিরে আসা ভক্তরা একটি টিনের চালার নিচে আশ্রয় নেয়। এ সময় ঝড়ের কবলে একটি বিশাল নীম গাছ উপড়ে টিনের চালাটির ওপর আছড়ে পড়ে।

পুলিশ জানিয়েছে, ৩৫ থেকে ৪০ জন লোক চালাটির নিচে চাপা পড়ে এবং সাতজন প্রাণ হারান। এ ঘটনায় গুরুতর আহত পাঁচজনকে আকোলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কর্তৃপক্ষ এ ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে জরুরি পরিষেবার কর্মীরা উদ্ধারকাজে নেমে পড়ে এবং গাছের গুড়ি ও ধসে পড়া টিনের চালা সরিয়ে হতাহতদের উদ্ধার করে।

এএআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply