‘বিরোধী মত দমনে ডিজিটাল নিরাপত্তা আইনে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে’

|

রাজনীতিবিদ, সাংবাদিকসহ বিরোধী মত দমনে ডিজিটাল নিরাপত্তা আইনে মিথ্যা মামলা দিয়ে সরকার হয়রানি করছে। গণতন্ত্র মঞ্চের নেতারা এমন অভিযোগ করেছেন।

সোমবার (১০ এপ্রিল) সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে গণতন্ত্র মঞ্চ আয়োজিত স্বাধীনতার ঘোষণাপত্র দিবসের আলোচনা সভায় জোটটির বক্তারা এ অভিযোগ করেন।

এ সময় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি আ স ম আব্দুর রব বলেন, সরকারের বিরুদ্ধে কথা বললেই ডিজিটাল নিরাপত্তা আইন দিয়ে হয়রানি করা হচ্ছে। এই আইন দিনে দিনে হয়রানির হাতিয়ারে পরিণত হয়েছে।

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, সরকার দেশকে উন্নয়নের রোল মডেল হিসেবে প্রচার করলেও বিদেশে গুম ও খুনের দেশ হিসেবে পরিচিত। এই অবস্থা থেকে উত্তোরণের জন্য রাজনীতিতে গুণগত পরিবর্তন আনার দাবি জানান গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি।

আলোচনা সভায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকসহ অনেকে বক্তব্য রাখেন।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply